চেহারায় তারুণ্য ধরে রাখতে বোটক্স ট্রিটমেন্টই কেন সেরা চয়েস? জেনে নিন ৫টি গুরুত্বপূর্ণ কারণ।

বয়স বাড়ার সাথে সাথে আমাদের সবার ত্বকেই পড়তে থাকে বলিরেখা। আয়নায় চোখের কোণে বা কপালে ভাজ দেখে বাড়তে থাকে দুশ্চিন্তা। তবে, আধুনিক বিজ্ঞানের কল্যাণে চেহারায় তারুণ্য ধরে রাখা এখন আর কঠিন কিছু নয়! সৌন্দর্য বিজ্ঞান আমাদের জন্য আশীর্বাদ হিসেবে নিয়ে এসেছে বোটক্স ট্রিটমেন্ট যা নিরাপদে বয়সের ছাপ ও বলিরেখা দূর করতে সুবিদিত। তাই বলিরেখা দূর করে ত্বকের তারুণ্য ধরে রাখতে ও সৌন্দর্য বাড়াতে বোটক্স ট্রিটমেন্ট (Botox Treatment) এখন অনেকেরই প্রথম পছন্দ। একে এন্টি-এজিং ট্রিটমেন্টও বলা হয়। ত্বকের জন্য নিরাপদ হওয়ায়, সৌন্দর্য সচেতন মানুষেরা এখন বেছে নিচ্ছেন এই বোটক্স ট্রিটমেন্ট (Botox Treatment)।
বোটক্স ট্রিটমেন্ট কেন করা হয়?

বর্তমানে তারুণ্য ধরে রাখার জন্য সবচেয়ে কার্যকর নন-সার্জিক্যাল বিউটি প্রসিডিউরগুলোর মধ্যে একটি এই বোটক্স ট্রিটমেন্ট (Botox Treatment)। এটি মূলত “বোটুলিনাম টক্সিন” (Botulinum Toxin) থেকে তৈরি এক ধরনের প্রোটিন যা ত্বকের নির্দিষ্ট অংশে পরিমাণমতো বোটক্স ইনজেকশন হিসেবে প্রয়োগ করা হয়। বোটক্স ত্বকের পেশিগুলোকে সাময়িকভাবে শিথিল করে দেয়, ফলে বলি রেখা ও ফাইন লাইন দূর হয় যায় এবং ত্বকে ফিরে আসে টানটান মসৃণভাব আর স্বাভাবিক উজ্জ্বলতা। আর এই বোটক্স ট্রিটমেন্ট মুখের ও গলার বিভিন্ন জায়গায় করা হয়, যেমনঃ
- কপাল: কপালে বয়সের ছাপ ও ভাঁজ দূর করার জন্যে।
- ভ্রুর মাঝখান: ভ্রুর মাঝের কুঁচকানো দাগ দূর করতে।
- চোখের কোণ: চোখের কোণে ‘Crow’s feet’ বা ভাঁজ কমিয়ে চোখকে আকর্ষণীয় করে তুলতে।
- ঠোঁটের চারপাশ: ঠোঁটের চারপাশে স্মাইল লাইন এবং ভাঁজ দূর করতে।
- গলার বলিরেখা: গলার নিচে বলিরেখা দূর করে ত্বক টানটান রাখতে।
- বগলের নিচে: বগলের অতিরিক্ত ঘাম বন্ধ করতে।
কেন বেছে নিবেন বোটক্স ট্রিটমেন্ট?

অপারেশন ছাড়াই বলিরেখা (wrinkle) ও ফাইনলাইন দূর করে
বোটক্স নন-সার্জিক্যাল ট্রিটমেন্ট হওয়ায় এটি বোটক্স ইনজেকশনের মাধ্যমে ত্বকের পেশীগুলোর সংকোচন কমিয়ে বলিরেখা (wrinkles) ও ভাঁজ (FIne lines) দূর করে। ফলে ত্বকে বয়সের ভাব দূর হয় এবং ত্বক হয়ে ওঠে মসৃণ ও টানটান। ইনজেকশনের মাত্র ৩ থেকে ১৪ দিনের মধ্যে ত্বকে দেখা যায় এক অভাবনীয় পরিবর্তন। সাধারণত বোটক্সের প্রভাব ৩ থেকে ৬ মাস পর্যন্ত স্থায়ী হয়। তবে ৬ মাস পর আবার বোটক্স ট্রিটমেন্ট নেন তাহলে আপনি আরও দীর্ঘ সময়ের জন্যে টানটান মসৃণ ত্বক উপভোগ করতে পারবেন।
সম্পূর্ণ কাস্টমাইজড এবং ব্যাথামুক্ত ট্রিটমেন্ট
বোটক্স ট্রিটমেন্টের অন্যতম সুবিধা হলো এটি সম্পূর্ণ কাস্টমাইজযোগ্য এবং ব্যাথামুক্ত। অর্থাৎ প্রতিটি ব্যক্তির ত্বকের অবস্থা, বয়স, পেশীর গঠন এবং প্রয়োজন অনুযায়ী বোটক্স ইনজেকশনের প্যাটার্ন ও মাত্রা নির্ধারণ করা যায়। একজন বিশেষজ্ঞ ডার্মাটোলজিস্ট প্রথমেই রোগীর ত্বক ও মুখের পেশীর গতিবিধি বিশ্লেষণ করেন এবং বোটক্স ইনজেকশনের সঠিক জায়গা ও পরিমাণ ঠিক করেন। ফলে আপনার ত্বক স্বাভাবিক ও প্রাকৃতিক দেখায়। মুখের বিভিন্ন অংশ যেমন ভ্রুকুঞ্চন রেখা (frown lines), কপালের বলিরেখা, চোখের কোণার ভাঁজ (crow’s feet), ঠোঁটের চারপাশ বা চিবুকের নিচের বলিরেখায় আলাদা আলাদা ভাবে বোটক্স প্রয়োগ করা যায়। এই পদ্ধতিতে শুধু বলিরেখাই কমানো হয় না, বরং মুখের অভিব্যক্তি বজায় রেখে ত্বককে তরুণ ও প্রাণবন্ত রাখা হয়।
দ্রুততর ও ঝামেলাহীন ট্রিটমেন্ট
বোটক্স ইনজেকশন খুব দ্রুত সম্পন্ন হয়; সাধারণত ১০ থেকে ৩০ মিনিটের মধ্যেই হয়ে যায়। বোটক্স ট্রিটমেন্টের চমকপ্রদ সুবিধা হলো দীর্ঘদিন পর্যন্ত পুনরায় ইনজেকশনের প্রয়োজন পড়ে না। সাধারণত ৩ থেকে ৬ মাস পর্যন্ত এর প্রভাব বজায় থাকে। ফলে কোন প্রকার সার্জারীর ঝামেলা ছাড়াই মসৃণ ত্বকের সৌন্দর্য দীর্ঘসময় ধরে উপভোগ করা যায়। দ্রুত এবং ঝামেলামুক্ত পদ্ধতি হওয়ায়, বোটক্স ব্যস্ত জীবনযাপনকারী মানুষের জন্যে বিশেষভাবে উপযুক্ত একটি প্রসিডিওর। ইনজেকশনের পর বোটক্স গ্রহণকারীদের কোনো দীর্ঘ বিশ্রাম বা পুনর্বাসনের প্রয়োজন হয় না।
নিরাপদ এবং চিকিৎসাবিজ্ঞান অনুমোদিত
বোটক্স এমন একটা প্রসিডিউর যা সম্পূর্ণ নিরাপদ এবং একই সাথে এটি একটি অত্যন্ত কার্যকর ট্রিটমেন্ট। হাজারো মানুষ এই ট্রিট্মেন্ট নিয়ে তাদের তারুণ্য ধরে রাখছেন। তবে শুধুমাত্র একজন অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ এবং তত্ত্বাবধানে বোটক্স ট্রিটমেন্ট নেয়া উচিত। এতে করে ট্রিটমেন্ট হবে সম্পূর্ণ নিরাপদ, কার্যকর এবং দীর্ঘস্থায়ী।
শুধু সৌন্দর্য বর্ধনই নয়, বোটক্স শরীরের অন্যান্য চিকিৎসা ক্ষেত্রেও কার্যকর
বোটক্স এখন শুধু ত্বকের জন্য নয়। মাইগ্রেনের ব্যথা, অতিরিক্ত ঘাম (Hyperhidrosis), পেশীর খিঁচুনি এবং ওভারঅ্যাকটিভ ব্লাডারের মতো সমস্যায় দারুণ কাজ করে এই ট্রিটমেন্টটি। এটি স্নায়ু সংকেত ব্লক করে ব্যথা ও উপরিউক্ত সমস্যাগুলো নিয়ন্ত্রণ করে এবং এর প্রভাব প্রায় ৬ মাস পর্যন্ত স্থায়ী থাকে। তাই আজকাল বোটক্স শুধুমাত্র বিউটি ট্রিটমেন্ট নয়, বরং স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ থেরাপি হিসেবেও বিশ্বজুড়ে সমাদৃত।
বোটক্সের সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া
বোটক্স ট্রিটমেন্টের পর ইনজেকশনের স্থানে ব্যাথা, ফোলাভাব কিংবা লালচেভাব দেখা দিতে পারে। এসব পার্শ্বপ্রতিক্রিয়াগুলো অস্থায়ী এবং কিছুদিনের মধ্যে চলে যায়।
বোটক্স ট্রিটমেন্টের আগে করণীয়
বোটক্স ট্রিটমেন্টের আগে অবশ্যই একজন অভিজ্ঞ এবং লাইসেন্সপ্রাপ্ত ডাক্তার বা চর্মরোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শ করা উচিত। নিজের স্বাস্থ্যের অবস্থা, বিশেষ করে যদি কোনো রোগ থাকে, সে সম্পর্কে ডাক্তারকে জানানো উচিত। ব্লাড থিনার বা অ্যান্টিবায়োটিক ওষুধ খেলে আগেই ডাক্তারকে জানাতে হবে। এই ট্রিটমেন্টের ২৪ ঘণ্টা আগে থেকে অ্যালকোহল ও ধুমপান করা বন্ধ করতে হবে। প্রসিডিউরের দিন ত্বক একদম পরিষ্কার রাখতে হবে। কোন প্রকার মেকআপ করা যাবেনা।
বোটক্স ট্রিটমেন্টের পরে করণীয়
ট্রিটমেন্টের পর ত্বককে ভালো রাখতে এবং পার্শ্বপ্রতিক্রিয়া এড়াতে কিছু নিয়ম মেনে চলা জরুরি। এই ট্রিটমেন্টের পর ৪ ঘন্টা বিছানায় শয়ন করা যাবেনা। ট্রিট্মেন্টের পর ইনজেকশনের স্থানে হাত দেয়া যাবেনা। এমনকি ত্বকের ওপর কোন কিছু ঘষা কিংবা ম্যাসাজ করা যাবেনা। ত্বককে হাইড্রেটেড রাখতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। তাছাড়া, ভারী কাজ বা ব্যায়াম করা থেকে বিরত থাকতে হবে। কারণ ভারী কাজ বা ব্যায়াম ত্বকের ওপর প্রভাব ফেলে। এই ট্রিটমেন্টের আগে এবং পরে ২৪ ঘন্টা পর্যন্ত কোনরকম ধুমপান কিংবা অ্যালকোহল পান করা যাবেনা। কোনরকম ফেসিয়াল কিংবা রাসায়নিক পণ্য ব্যবহার করা যাবেনা।
বোটক্স ট্রিটমেন্ট করাতে কেন এক্সপার্ট স্পেশালিস্ট প্রয়োজন?

বোটক্স ট্রিটমেন্টের ক্ষেত্রে ডোজ এবং ইঞ্জেকশনের মাত্রা খুবই সতর্কতার সাথে নির্ধারণ করতে হয়। একই সাথে ত্বকের নির্দিষ্ট স্থানে অত্যন্ত সতর্কতার সাথে ইনজেকশন প্রয়োগ করতে হয়। ওভারডোজ বোটক্স ট্রিটমেন্টে অপ্রত্যাশিত ফলাফল বয়ে আনতে পারে। তাই ভালো এবং মানসম্মত ক্লিনিকে এক্সপার্ট এবং সার্টিফাইড ডার্মাটোলজিস্ট দ্বারা ট্রিটমেন্ট করানো জরুরী। ট্রিটমেন্টের আগে অবশ্যই পূর্ববর্তী বোটক্স ট্রিট্মেন্ট গ্রহিতাদের রিভিউ এবং ফিডব্যাক দেখে নিন। এতে করে ট্রিট্মেন্ট সেন্টারের মান সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারেন।
কেন বোটক্স ট্রিটমেন্টে Dhanmondi Skin and Laser Center (ধানমন্ডি স্কিন এন্ড লেজার সেন্টার) ই সেরা ?

Dhanmondi Skin and Laser Center এ আপনি পাবেন বিশ্বমানের পরিষেবা। বাংলাদেশে আমরা দিচ্ছি এক্সপার্ট স্পেশালিস্ট দ্বারা আন্তর্জাতিক মানের নিরাপদ এবং কার্যকর বোটক্স ট্রিটমেন্ট। বোটক্স ট্রিটমেন্টের বেলায় আমরা ব্যবহার করি উন্নতমানের সর্বাধুনিক প্রযুক্তি এবং ফলে আপনার ত্বক হয়ে উঠবে বলিরেখামুক্ত এবং তারুণ্যময়। অভিজ্ঞ ডার্মাটোলজিস্ট আপনাকে ট্রিটমেন্টের পরবর্তী ত্বকের যত্নের বিষয়ে যথাযথ পরামর্শ দিবেন বা ফলোআপ সেশন আয়োজন করবেন। যা আপনাকে আপনার কাঙ্খিত লাবণ্যময় ত্বক ফিরে পেতে সাহায্য করবে। একই সাথে, আমরা সাধ্যের মধ্যে সর্বোচ্চ মানের বোটক্স ট্রিটমেন্ট নিশ্চিত করি। তাই বোটক্স ট্রিটমেন্টের জন্য ধানমন্ডি স্কিন এন্ড লেজার সেন্টার হতে পারে আপনার প্রথম পছন্দ ।
আপনার মসৃণ ও তারুণ্যময় ত্বক পেতে এখনই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা বিস্তারিত জানতে কল করুন:
📞 +8801733 765 585, +8801648 909 574

